
ফাইল ছবি।
সরকারি দলের অন্তর্কলহ প্রকাশ্যে চলে এসেছে; এই অশনি সংকেত ভালো নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় তরুণ পার্টি প্রথম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এতে সাধারণ মানুষের মাঝে ভীতি সৃষ্টি হয়েছে।’
বাবলু বলেন, সরকারি দলের এক সংসদ সদস্য তাদের দলের অপর এক শীর্ষ নেতাকে রাজাকার পরিবারের সদস্য বলেছেন। তারা নিজেদের স্বার্থ নিয়ে এতটাই ব্যস্ত যে জনগণের স্বার্থ নিয়ে ভাবনার সময় নেই। অবস্থা এমন হয়েছে যে বিরোধী দলের আর কিছুই বলতে হচ্ছে না।
সুত্রঃ যমুনা টিভি