
রাজবাড়ী প্রতিনিধি:
বিদেশে একই রুমে থাকতেন দুজন। দেশে ফিরে রুমমেট বন্ধুর স্ত্রীকে (২৪) ধর্ষণের অভিযোগ উঠেছে সবুজ পাঠান নামে এক যুবকের (২৪) বিরুদ্ধে।
শুক্রবার (৫ আগস্ট) সকালে ওই নারী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় সবুজ পাঠানের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সবুজ সৌদি আরব প্রবাসী। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন।
ওই নারীর অভিযোগ, সবুজ পাঠান গত ২০ জুলাই রাত ১০টার দিকে তাদের বাড়িতে যান। একপর্যায়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন তিনি। সে সময় তার চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে সবুজ পালিয়ে যান। ঘটনার পর ওই নারী স্বামীসহ পরিবারের অন্যান্যদের সাথে আলোচনা করে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই আতিয়ার রহমান জানান, ওই নারীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। এবং একই সাথে আসামি সবুজ পাঠানকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
/এডব্লিউ
সুত্রঃ যমুনা টিভি