
চান্দিনা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে সোহাগ(১৭) নামে এক এসএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে চান্দিনা উপজেলার চিলোড়া গ্রামে মাটির নিচের অবৈধ বিদ্যুৎ সংযোগে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সোহাগ বরুড়া উপজেলার ৩নং উত্তর খোশবাস ইউনিয়নের নবীপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।সে একই এলাকার রামমোহন তমিজিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সোহাগ হোসেন বরুড়া উপজেলার ৩নং খোশবাস(উঃ) ইউনিয়নের নবীপুর গ্রামের লক্ষণ সেনের ডেকোরেটার দোকানে কাজ করতেন। বৃহস্পতিবার দুপুরে সে জীবিকার তাগিদে চান্দিনা উপজেলাধীন চিলোড়া গ্রামের একটি অনুষ্ঠানের কাজ করতে যায়। ঘটনাস্থলে মাটির নিচে দিয়ে অবৈধ বিদুৎ সংযোগ ছিল যা সোহাগ হোসেনের অজানা ছিল। অবৈধ বিদুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ হোসেনের মৃত্যু হয়েছে।
এদিকে ওই কিশোরের মরদেহ বাড়িতে আনার পর নিহতের পরিবারসহ পুরো এলাকাতে শোকের মাতম চলছে।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি জেনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দায়ের করেনি।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।